ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বড় জয়ে ফাইনালের পথে আর্সেনাল, ড্র করলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৩, ২০১৯
বড় জয়ে ফাইনালের পথে আর্সেনাল, ড্র করলো চেলসি বড় জয়ে ফাইনালের পথে আর্সেনাল-ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে বড় জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো আর্সেনাল। ভ্যালেন্সিয়াকে উনাম এমেরির শিষ্যরা ৩-১ গোলে হারিয়েছে। তবে শেষ চারের অন্য ম্যাচে এইনট্রাখ্ট ফ্রাঙ্কফুটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আরেক ইংলিশ ক্লাব চেলসি।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আলেকসান্দ্রো লাকাজেত্তে আর্সেনালের জয়ে জোড়া গোল করেন। এছাড়া ম্যাচের শেষ দিকে পিয়েরি এমেরিক-আউবামেয়াং একটি গোল করে বড় জয় নিশ্চিত করেন।

যদিও খেলার শুরুতে মোউচতার দিয়াকহাবি গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিয়েছিলেন।

অন্যদিকে ফ্রাঙ্কফুটের মাঠে পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছাড়ে মাউরিসিও সারির শিষ্যরা। স্বাগিতকদের লুকা জোভিচ ২৩ মিনিটে গোল করার পর চেলসির পেদ্রো ৪৫ মিনিটে গোল করেন।

আগামী ৯ মে ফিরতি লেগে ফের মুখোমুখি হবে চার দল।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।