ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে সপ্তাহের সেরা মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ৪, ২০১৯
চ্যাম্পিয়নস লিগে সপ্তাহের সেরা মেসি চ্যাম্পিয়নস লিগে সপ্তাহের সেরা মেসি। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

সেরা নির্বাচিত হওয়ায় শুক্রবার (০৩ মে) উয়েফা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেসির ছবি টুইট করে লিখেন, ‘ব্রাভো, লিও মেসি’।

৩১ বয়সী তারকা ভোটে সবার সেরা না হলে বিষয়টা আশ্চর্যজনক হত।

বুধবার দিবাগত রাতে (০১ মে) চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে মেসির হাতে বিধ্বস্ত হয়েছে লিভারপুল।

ক্যাম্প ন্যুয়ে বার্সেলোনা জিতেছে ৩-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন মেসি। যার মধ্যে ২৫ গজ দূর থেকে নেওয়া চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে গোল করে কাতালানদের হয়ে ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আগামী মঙ্গলবার (মে ০৭) দিবাগত রাতে ফিরতি লেগের ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা নিতে যাবে বার্সা। প্রথম লেগ বড় ব্যবধানে জেতায় ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘন্টা, মে ০৪, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।