ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কাপ জয়ের পর ট্রেবলের স্বপ্ন দেখছে আয়াক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
কাপ জয়ের পর ট্রেবলের স্বপ্ন দেখছে আয়াক্স ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে নিজেদের সোনালি অতীতের কথা আবার মনে করিয়ে দিচ্ছে এএফসি আয়াক্স। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখা ডাচ ক্লাবটি এবার স্বপ্ন দেখছে ট্রেবল জয়ের। সেই যাত্রায় নির্বিঘ্নে প্রথম ধাপ পার হয়েছেন ফ্রাঙ্কি দে জং-ফন দে বেকরা।

রোববার (০৫ মে) দে কুইপ রটারডাম স্টেডিয়ামে ভিলেমকে ৪-০ ব্যবধানে উড়িয়ে ২০১৮-১৯ মৌসুমের ‘ডাচ কাপ’ জিতেছে আয়াক্স। নিজেদের ইতিহাসে রেকর্ড ৩৪তম ‘ইরেডিভিসি’ খ্যাত ডাচ ঘরোয়া লিগ শিরোপারও সুবাস পাচ্ছে এরিক টেন হাগের দল।

 

৩২ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ রয়েছে আয়াক্স। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে পিএসভি আইন্দোফেন। আয়াক্স শেষ ‘ইরেডিভিসি’ জিতেছে ২০১৩-১৪ মৌসুমে।

এছাড়া ১৯৯৫-৯৬ মৌসুমের পরে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার স্বপ্নে বুঁদ আয়াক্সের তরুণ তুর্কিরা। নতুন সোনালি প্রজন্মের হাত ধরে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে বধ করে শেষ চারে উঠেছে দলটি।

সেমিফাইনালের প্রথম লেগেও টটেনহামের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে আয়াক্স। বুধবার (০৮ মে) দিবাগত রাতে আমস্টারডামের ফিরতি লেগ ড্র করলেও ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আসরের চারবারের চ্যাম্পিয়নদের।

সোনালি প্রজন্মরা পারবে তো ১৯৭১-৭২ মৌসুমের পর আয়াক্সকে ট্রেবল এনে দিতে?

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, মে ০৬, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।