ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা পঞ্চম জয় পেল আবাহনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মে ১০, ২০১৯
টানা পঞ্চম জয় পেল আবাহনী জয় পেয়েছে আবাহনী/ফাইল ছবি

নোয়াখালী: বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। বর্তমান চ্যাম্পিয়নরা নোফেল স্পোর্টিংকে হারিয়েছে ২-০ ব্যবধানে।

লিগের প্রথম লেগেও নবাগত দল নোফেলকে ২-১ গোলে হারিয়েছিল আবাহনী।

বৃহস্পতিবার (০৯ মে) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকা আবাহনীকে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে দেন সানডে চিজোবা।

বাঁ-দিকে সতীর্থের বাড়ানো থ্রো-ইন থেকে লাফিয়ে বল প্রতিপক্ষের জালে পাঠান তিনি। চলতি আসরে নাইজেরিয়ান ফরোয়ার্ডের এটি ১০ম গোল।  

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাবীব নেওয়ার জীবন। ডানে আবাহনী ডিফেন্ডার রায়হান হাসান লম্বা থ্রো-ইন করেন। সেই বলে হেডও নিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু বল চলে আসে জীবনের কাছে। হেডে তিনি বল জড়িয়ে দেন নোফেলের জালে। লিগে এটি তার ৯ম গোল।  

এই জয়ে ১৩ ম্যাচে ১১তম জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।  
বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, মে ০৯, ২০১৯
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।