ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

থাইল্যান্ড যাচ্ছে জাতীয় ফুটবল দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, মে ২৪, ২০১৯
থাইল্যান্ড যাচ্ছে জাতীয় ফুটবল দল সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশের দলের অধিনায়ক ও কোচ-ছবি: শোয়েব মিথুন

কাতার বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডের ম্যাচ আগামী ৬ জুন স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুক্রবার (মে ২৪) থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর আগামী ৩ জুন লাওস যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৮ মে ব্যাংককে এয়ার ফোর্স ইউনাইটেড এফসি’র বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের দলটি।

এরপর ১ জুন বিজি পাথুন ইউনাইটেড এফসি’র বিপক্ষে বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৩ জুন লাওস যাবে বাংলাদেশ দল। সেখানে বিশ্বকাপ ফুটবলের কোয়লিফায়ার্স পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে লাওসের বিপক্ষে লড়বে তারা।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, লাওসের বিপক্ষে ম্যাচটি খুই গুরুত্বপূর্ণ। তাই নিজেদের সেরা ফুটবল খেলে ভালো ফলাফল নিয়েই দেশে ফিরতে চান তারা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘন্টা, মে ২৩, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।