ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ওয়েঙ্গার ফুটবলে ফিরবেন তবে কোচ হয়ে নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ওয়েঙ্গার ফুটবলে ফিরবেন তবে কোচ হয়ে নয় আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার-সংগৃহীত

পুনরায় ফুটবলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন আর্সেন ওয়েঙ্গার। তবে নতুন ভূমিকায় ফিরতে প্রস্তুত জানান আর্সেনালের সাবেক এই কিংবদন্তি কোচ। তবে কোচিংয়ে যে ফিরছেন না তাও জানিয়ে দিয়েছেন ফরাসি কোচ। 

আর্সেনাল ও আর্সেন ওয়েঙ্গার সমার্থক। দীর্ঘ ২২ বছর এমিরেটসে কাটান তিনি।

২০১৭-১৮ মৌসুম শেষে গানারদের দায়িত্ব ছাড়ার পর থেকে আর ফুটবলে ফেরেননি ওয়েঙ্গার।

তবে ৬৯ বছর বয়সী কোচ এক ইংলিশ পত্রিকাকে ফুটবলে ফেরার ব্যাপারে আভাস দেন। ওয়েঙ্গার বলেন, ‘আমি ভেবেছিলাম, খুব দ্রুত আমি কোচিংয়ে ফিরব। তবে কিছুটা দূরত্ব বজায় রেখে। আপনি আমাকে খুব দ্রুত ফুটবলে দেখতে পাবেন। তবে কোচ হিসেবে কিনা তা জানি না। ’ 

আর্সেনালে ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হয়েছেন আরেক ফরাসি কোচ উনাই এমেরি। অবশ্য ওয়েঙ্গার পুরনো ঠিকানায় ফিরবেন কিনা তাও স্পষ্ট করেননি। কিন্তু গানারদের প্রতি তার ভালবাসাটা জানিয়ে বলেন, ‘আমি আর্সেনালকে মিস করি কারণ এখানে আমার হৃদয় রেখে এসেছি। আমি আর্সেনালকে সমর্থন করি। এটা চিরজীবনের জন্য অামার ক্লাব। ’ 

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘন্টা, মে ২৪, ২০১৯ 
ইউবি/এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।