ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১৮ বছর পর রোমাকে বিদায় জানালেন দি রসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মে ২৭, ২০১৯
১৮ বছর পর রোমাকে বিদায় জানালেন দি রসি এএস রোমার ইতালিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার দি রসি-সংগৃহীত

গুঞ্জন আগেই উঠেছিল। ২০১৮-১৯ মৌসুম শেষে এএস রোমা ছাড়বেন দ্যানিয়েল দি রসি। অবশেষে রোমান গ্লাডিয়েটরদের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন ইতালিয়ান মিডফিল্ডার। রোমার সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

২০০১ থেকে ২০১৯। দীর্ঘ ১৮ বছর স্তাদিও অলিম্পিকো ছেড়ে কোথাও যাননি ৩৫ বছর বয়সী তারকা।

২০১৭ সালে রোমার আরেক কিংবদন্তি ফ্রান্সিসকা টট্টির বিদায়ের পর অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রসি। তার নেতৃত্বেই গত ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে রূপকথা লিখেছিল রোমা।

সতীর্থরা রসির বিদায়টা রাঙিয়ে দিয়েছেন জয় দিয়ে। মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে পার্মাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোমা। সিরি’আ লিগে তালিকার ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ক্লাদিও রানিয়েরির শিষ্যরা।

শুধু জয় নয়, প্রিয় ক্যাপ্টেন রসির ১৬ নাম্বার জার্সিটা স্মরণীয় করে রেখেছে রোমা। রোমান গ্লাডিয়েটরদের জার্সির বুকে ছিল নাম্বার-১৬।

রোমার হয়ে ৬১৫ ম্যাচে ৬৩টি গোল করেছেন রসি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘন্টা, মে ২৭, ২০১৯ 
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।