ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সবুজের জোড়া গোলে ব্যাংকককে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জুন ২, ২০১৯
সবুজের জোড়া গোলে ব্যাংকককে হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশ বনাম থাইল্যান্ডের ফুটবলারদের মধ্যে বল দখলের লড়াই-সংগৃহীত

প্রথম প্রস্তুতি ম্যাচে এগিয়ে যাওয়ার পরও থাইল্যান্ডের দ্বিতীয় স্তরের দল ক্লাব এয়ার ফোর্স ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। লাল-সবুজ দল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এসেই ঘুরে দাঁড়িয়েছে। 

শনিবার (০১ জুন) তৌহিদুল আলম সবুজের জোড়া গোলে থাইল্যান্ডের আরেক দ্বিতীয় স্থরের দল ব্যাংকক গ্লাসগো এফসির বিপক্ষে জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। গত বছর মার্চে একই দলের বিপক্ষে সবুজের হ্যাটট্রিকে ৪-৩ ব্যবধানে জয় পায় জেমি ডে’র শিষ্যরা।

 

০৬ জুন বিশ্বকাপের প্রাক বাছাই ম্যাচে লাওসের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচটির জন্য থাইল্যান্ডে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের দল।  

ব্যাংকক গ্লাসগোর বিপক্ষে দুই অর্ধে আলাদা দু’টি একাদশ পরীক্ষা করেছেন কোচ জেমি ডে। মূল একাদশে কাকে রেখে কাকে নামাবেন তাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার জন্য।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘন্টা, জুন ০২, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।