ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফের ফিফা সভাপতি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুন ৫, ২০১৯
ফের ফিফা সভাপতি ইনফান্তিনো জিয়ান্নি ইনফান্তিনো-ছবি:সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-ফিফার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ফিফার সর্বোচ্চ পদে বসেন তিনি।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। দীর্ঘ ১৮ বছর সভাপতির দায়িত্ব পালন করা সেপ ব্লাটারের জায়গায় তিনি জায়গা করে নেন।

বুধবার (জুন ০৫) প্যারিসে অনুষ্ঠিত ফিফার গভর্নিং বডির কংগ্রেসে ইনফান্তিনোকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

আগামী চার বছরের জন্য ফিফার সভাপতির দায়িত্ব পালন করবেন ৪৯ বছর বয়সী এই সুইস-ইতালিয়ান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘন্টা, জুন ০৫, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।