ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বলিভিয়ার সামনে নেইমারবিহীন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
বলিভিয়ার সামনে নেইমারবিহীন ব্রাজিল কোপা আমেরিকায় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও বলিভিয়া: ছবি-সংগৃহীত

শনিবার (১৫ জুন) থেকে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকার ৪৬তম আসর। আসরের প্রথম দিনই মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার মিশন। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন ভাবে শুরু করতে চায় সেলেসাওরা।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল দল। প্রস্তুতি ম্যাচে কাতার ও হন্ডুরাসের বিপক্ষে জয় পেয়েছে সেলেসাওরা।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির কারনে ছিটকে গেছেন নেইমার। ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব এখন গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, ডেভিড নেরেসের মতো খেলোয়াড়ের কাঁধে। ইনজুরি থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট নন আর্থার। তবে বলিভিয়ার বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামবে তিতের দল।
 
অন্যদিকে বলিভিয়া ১৯৬৩ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো। ১৯৯৭ সালে ফাইনালে উঠলেও ব্রাজিলের সাথে পেরে ওঠেনি। এরপর ২০১৬ সাল ছাড়া বাকি সব আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বলিভিয়া। ২০১৮ সালে অক্টোবরে শেষ গোলের দেখা পেয়েছিলো তারা। এরপর আর কোন ম্যাচেই গোলের দেখা পায়নি দলটি। ব্রাজিলের বিপক্ষে তাই কঠিন পরীক্ষা দিতে হবে বলিভিয়ার।

শনিবার এস্তাদিও দো মোরুম্বি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিটে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়ঃ ২১১৫ ঘন্টা, জুন ১৪, ২০১৯
আরএআর /ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।