ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেলের হাতে বিধ্বস্ত মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
শেখ রাসেলের হাতে বিধ্বস্ত মোহামেডান জয়ের পর শেখ রাসেল খেলোয়াড়দের ‍উদযাপন: ছবি-শোয়েব মিথুন

চলতি মৌসুমের প্রথম পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় পর্বেও শেখ রাসেল ৪-২ গোলে ‍হারিয়েছে মোহামেডানকে।

রোববার (১৬ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ১১ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করেন বিপলু আহমেদ।

৫ মিনিট পরেই মোহামেডানকে সমতায় ফেরান তকলিশ আহমেদ। ১৯ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার এনদুকাকো অ্যালিসনের হেডে আরেকবার এগিয়ে যায় শেখ রাসেল। আবারও মোহামেডানের উদ্ধারকর্তা  হয়ে আসেন তকলিশ। ৫০ মিনিটে কোনাকুনি শটে মোহামেডানকে সমতায় ফেরান তিনি।  

তবে শেখ রাসেলের জয় থামাতে পারেনি মোহামেডান। শেষের নায়ক হিসেবে জোড়া গোল করে শেখ রাসেলক জয় এনে দেন রাফায়েল ওদোবিন ওনরেবে। ৭০ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে দেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ৮৭ মিনিটে মোহামেডানের জালে শেষ বলটি জড়িয়ে দেন তিনি।  

১৫ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ১ হারে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল। ১৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৩। ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী ঢাকা।  

দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথম পর্বেও ২-০ ব্যবধানে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। আরামবাগের হয়ে ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন ম্যাথিউ চিনেডো।

১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে আছে আরামবাগ। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সাতে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।