ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লক্ষ্মীপুরকে ১৪-০ গোলে উড়িয়ে দিলো খাগড়াছড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
লক্ষ্মীপুরকে ১৪-০ গোলে উড়িয়ে দিলো খাগড়াছড়ি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।

সোমবার (১৭ জুন) বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টটির উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- চ্যাম্পিয়নশিপ আঞ্চলিক ভেন্যু কমিটির চেয়ারম্যান খাগড়াছড়ি পৌর মেয়র মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ।


 
উদ্বোধনী খেলায় স্বাগতিক খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর জেলা মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। খেলায় স্বাগতিক খাগড়াছড়ি জেলা দল লক্ষ্মীপুর জেলা দলকে ১৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। খাগড়াছড়ি জেলা দলের মিনি মারমা ৬ এবং এলিথিং ৫ গোল করেন।
 
জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল খেলায় খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, রাঙামাটি, সিলেট ও মৌলভীবাজার জেলা মহিলা ফুটবল দলসহ মোট সাতটি দল অংশগ্রহণ করে।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এডি/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।