ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে উরুগুয়ে উরুগুয়ে বনাম চিলির ম্যাচের দৃশ্য: ছবি-সংগৃহীত

লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার। সেই যাত্রায় গত দুই আসরের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে টপকে গেলো উরুগুয়ে। মারাকানায় এডিনসন কাভানির একমাত্র গোলে ‘সি’ গ্রুপে শীর্ষ দল হয়ে শেষ আটে পা রেখেছে অস্কার তাবারেজের শিষ্যরা। উরুগুয়ে ১-০ ব্যবধানে হারিয়েছে চিলিকে।

গত দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সিংহাসনটা দখলে রেখেছিল চিলি। কিন্তু শেষ ম্যাচে হেরে গ্রুপের রানার্সআপ দল হয়ে কোয়ার্টারে ওঠেছে আলেক্সিস সানচেজরা।

 

সোমবার (২৫ জুন) দিবাগত রাতে ম্যাচের শুরু থেকে উরুগুয়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে থাকে চিলি। ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকা চিলিয়ানরা কয়েকবার রুখে দেয় কাভানি-লুইস সুয়ারেজের আক্রমণ। প্রথমার্ধের আগে দারুণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু সতীর্থের বাড়ানো বলে শট নিতে ব্যর্থ হোন এই বার্সেলোনা ফরোয়ার্ড।

গোল শূন্য থেকে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় চিলি। কিন্তু পাওলো দিয়াজের হেড চমৎকারভাবে প্রতিরোধ করেন উরুগুইয়ান ডিফেন্ডার পাওলো দিমেনেজ।  

তবে গোল শূন্যভাবে শেষ হতে চলা ম্যাচের মুহূর্ত পাল্টে দেন কাভানি। ৮২ মিনিটে জোনাথন রদ্রিগেজের দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন এই পিএসজি ফরোয়ার্ড। বাকি সময়টুকু দিয়াগো গডিনদের দেয়াল ভাঙতে পারেনি চিলি। ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে উরুগুয়ে।  

এই জয়ে ‘সি’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হয়ে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। সমান ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হয়ে শেষ আটে ওঠেছে চিলিও।  

কোয়ার্টারে উরুগুয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপর তৃতীয় দর পেরুকে। চিলির প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের শীর্ষ দল কলম্বিয়া।

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে এগিয়ে যাওয়ার পরও এশিয়ান পরাশক্তি জাপানকে ১-১ ব্যবধানে ড্র করেছে ইকুয়েডরের বিপক্ষে। তবে দু’দলকে বাড়ি ফিরতে হচ্ছে গ্রুপ পর্ব থেকে।  

৩ ম্যাচে ২ ড্র ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হয়েছে জাপান। সমান ম্যাচে ২ হার ও ১ ড্রয়ে ১ পয়েন্ট পেয়েছে ইকুয়েডর।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৯ 
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।