ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল ছেড়ে অ্যাতলেটিকোতে যাচ্ছেন হামেস রদ্রিগেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
রিয়াল ছেড়ে অ্যাতলেটিকোতে যাচ্ছেন হামেস রদ্রিগেজ! হামেস রদ্রিগেজ: ছবি-সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজের সঙ্গে চুক্তির ব্যাপারে রাজি হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এমনটাই জানিয়েছে কালসিওনাপোলি টোয়েন্টিফোর নামে এক ইতালিয়ান গণমাধ্যম।

৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে অ্যাতলেটিকোকে নতুন ঠিকানা বানাচ্ছেন এই ২৮ বছর বয়সী তারকা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রদ্রিগেজ।

কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদরিচ, টনি ক্রুসদের মতো তারকাদের ভিড়ে একাদশে স্থায়ী হতে পারেননি তিনি।

কোচ জিনেদিন জিদান অধ্যায়ে ২০১৭ সালে তাকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে ধারে পাঠানো হয়। এক বছরের চুক্তি পর ২০১৮-১৯ মৌসুম শেষে তিনি ফিরে আসেন বার্নাব্যুতে। বাভারিয়ানদের জার্সিতে বুন্দেসলিগায় ২৮ ম্যাচে ৭ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন রদ্রিগেজ।

কলম্বিয়ান তারকার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান ক্লাব নাপোলিও। রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও দাবি করেছেন নাপোলি কোচ কার্লো আনচেলত্তি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।