ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দেশের ফুটবল হারানো ঐতিহ্য ফিরে পাবে: ইমরুল হাসান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
দেশের ফুটবল হারানো ঐতিহ্য ফিরে পাবে: ইমরুল হাসান বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান-ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে নতুন মাত্রা এনে দিয়েছে বসুন্ধরা কিংস। অভিষেক মৌসুমেই বাজিমাত করেছে ক্লাবটি। আবাহনীর একক আধিপত্য ভেঙে প্রিমিয়ার লিগের শিরাপা ঘরে তুলেছে। শুধু শিরোপাই জেতেনি, ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ঘরোয়া ফুটবলের নতুন ‘কিংস’রা। দেশের ফুটবলের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে অভিষেক মৌসুমে ঘরে তুলেছে দুই শিরোপা।

শুধু নামের বিচারে নয় কিংবা খাতা-কলমে শক্তিশালী দল গঠনে নয়, মাঠেও আলো ছড়িয়েছেন বসুন্ধরার ফুটবলাররা। প্রিমিয়ার লিগে মাত্র ১টি ম্যাচের পরাজয়ের স্বাদ পাওয়া দলটির অধিনায়ক ও কোস্টারিকান ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস হয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়।

দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন জিতেছেন বর্ষসেরা কোচের তকমা।
 
দলের এমন পারফর্ম্যান্সে উচ্ছ্বসিত ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান। বাংলানিউজকে জানিয়েছেন ক্লাব নিয়ে তার পরিকল্পনার কথা। লিগের পারফর্ম্যান্স নিয়ে ইমরুল হাসান বলেন, ‘একটা নতুন দল হিসেবে প্রথম মৌসুমে তিনটা শিরোপার মধ্যে দুইটা শিরোপা জয়, আসলে মনে হয় না এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক। আমরা মনে করছি যে প্রথম বছরে আমরা সব কিছুই পেয়েছি। প্লেয়ারদের পারফরম্যান্সেও আমি সন্তুষ্ট। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ’
 
ইমরুল হাসান মনে করেন ফলের বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে দেশের খেলোয়াড়দের অনেক কিছু শিখতে পেরেছেন। যার ফলেই এই সাফল্য এসেছে। শুধু ক্লাব নয় জাতীয় দলেও এর প্রভাব পড়েছে। ইমরুল বলেন, ‘এবারে কিন্তু গত কয়েক বছরের তুলনায় বেশ ভালো মানের বিদেশি ফুটবলার প্রিমিয়ার লিগে খেলেছে। তাদের সঙ্গে খেলে আমাদের দেশের খেলোয়াড়দের অনেক কিছু শিখতে পারছে। যার প্রতিফলন কিন্তু মাঠে দেখা গিয়েছে। এর ফল ক্লাব পর্যায় কিংবা বাংলাদেশের জাতীয় দলে দেখা গেছে। জাতীয় দল কিন্তু গত বছরে তুলনায় ভালো করেছে। আবাহনী কিন্তু এএফসি কাপের পরবর্তী রাউন্ডে উঠেছে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে খেলে মান বাড়ার ফলেই কিন্তু এমনটা হয়েছে। ’
 
প্রিমিয়ার লিগে এবারে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক। বসুন্ধরার প্রেসিডেন্ট বলেন, ‘নতুন দল যদি ভালো দল গঠন করে আসে কিংবা পুরোনো দল ভালো দল গঠন করে তবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। আর প্রতিদ্বন্দ্বিতা বাড়লেই কিন্তু খেলার মানও বাড়বে। এটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক দিক। ’

প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন 'বসুন্ধরা কিংস'
 প্রিমিয়ার লিগ জয়ের ফলে এএফসি কাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। তাই এবারের লক্ষ্যটা অনেক বড়। দল নিয়ে আরও বড় পরিকল্পনার কথা জনান ক্লাব প্রেসিডেন্ট।  

তিনি বলেন, ‘যেহেতু এবার এএফসি কাপে খেলবো, আমরা চাচ্ছি যে আরও শক্তিশালী দল গঠন করে অংশগ্রহণ করতে। স্থানীয় খেলোয়ড়দের ওপর আমাদের আস্থা আছে, এজন্যই কিন্তু প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছি। এর পাশাপাশি আরও কিছু খেলোয়াড় নেওয়ার চেষ্টা করবো। আর বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এবারে চেয়ে আরও ভালো মানের খেলোয়াড় আনার চেষ্টা করবো, যাতে ভালো ফলাফল আসে। ’
 
লিগের সেরা খেলোয়াড় কলিনদ্রেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বসুন্ধরা। বিশ্বকাপে খেলা এমন আরও কয়েকজন তারকাকে দলে ভেড়াতে চান কিনা এমন প্রশ্নে ইমরুল জানান, কার্যকরী ফুটবলারকেই দলে নেওয়া হবে। তিনি বলেন, ‘কলিনদ্রেসের সঙ্গে আমরা চুক্তি নবায়ন করেছি। এবার চেষ্টা করবো আরও ভালো মানের ফুটবলার নিয়ে আসতে। বিশ্বকাপ খেলেছে এমন না হলেও কার্যকরী ফুটবলার নিয়ে আসবো, যাতে খেলার মান ভালো হয়। ’
 
বাংলাদেশের ফুটবল খুব তাড়াতাড়ি হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে মনে করেন ইমরুল হাসান। সেক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো দূর করতে সব ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি, ‘বাংলাদেশের ফুটবলে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধতাগুলো যদি নিজেদের অবস্থান থেকে দূর করার চেষ্টা করি আমার মনে হয় বাংলাদেশের ফুটবল খুব শিগগিরই আবার সেই হারানো ঐতিহ্য ফিরে পাবে। আমরা আশা করি আমাদের হাত ধরেই হোক বা অন্য কারো হাত ধরে হোক ফুটবল তার জনপ্রিয়তা খুঁজে পাবে। ’
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।