ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

র‌্যাংকিং আর আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
র‌্যাংকিং আর আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ র‌্যাংকিং আর আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ-ছবি: শোয়েব মিথুন

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে নামবে বাংলাদেশ। বড় ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াতেই ভুটানের মাঠে নামবে বাংলাদেশ। পাশাপাশি র‌্যাংকিংয়ের উন্নতি করাটাও মূল লক্ষ্য। রোববার (২৯ সেপ্টেম্বর) ভুটানের মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল।
 

ম্যাচর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ডেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
 
কোচ জেমি ডে বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে আমাদের।

ভুটান বিপক্ষে ম্যাচে যারা ভালো করবে তাদের সুযোগ থাকবে কাতার বিপক্ষে ম্যাচে জায়গা পাওয়ার। বাছাইয়ের আগে ভুটান ম্যাচ আমাদের জন্য আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। এই দুই ম্যাচে ভালো করলে আমাদের ফিফা র‌্যাঙ্কিংয়েও ওপরে ওঠার সুযোগ রয়েছে। বড় ম্যাচে বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাস দেওয়া, সুযোগ তৈরি করার কাজটা আমরা ভালোভাবে করতে পারি না। তাই ভুটান ম্যাচে এই বিষয়গুলোর ওপরই লক্ষ্য থাকবে আমাদের। ’
 
ফিফা র‌্যাংকিংয়ে ভুটানের অবস্থান ১৮৫ আর বাংলাদেশের ১৮৭। ২০১৬ সালে এশিয়ান কাপে ও ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেই পরিসংখ্যানের দিকে না তাকিয়ে দুই ম্যাচেই জিততে চায় বাংলাদেশ এমনটাই জানিয়েছেন অধিনায়ক।
 
তিনি বলেন, ‘কাতার ম্যাচ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে তাদের বিপক্ষে খেলার আগে ভুটানের বিপক্ষে দু’টি ম্যাচ জিততে চাই। বাছাইয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাই এখান থেকেই। এ দুই ম্যাচে ভালো করে ফিফা র‌্যাঙ্কিংয়েও উন্নতি করতে চাই। ’
 
রোববার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রীতি ম্যাচটি।
 
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
আরএআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।