ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ গোলের পর ছুটছেন জীবন: ছবি-শোয়েব মিথুন

ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। জীবনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে জামাল ভূঁইয়ার দল।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন জীবন।

তবে ১১ মিনিটে আর হতাশ করেননি তিনি। কর্নার থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন জীবন।

২৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক গোলপোস্ট অক্ষত রাখেন। ৩২ মিনিটে বাংলাদেশকে পুনরায় এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন ইব্রাহিম।

৩৯ মিনিটে স্বাগতিক দর্শকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন জীবন। পেনাল্টি ডি-বক্সের ভেতরে ডান দিক দিয়ে ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া বল ক্ষিপ্রতার সঙ্গে জালে পাঠান তিনি।

এরপর প্রথমার্ধের শেষ মিনিটে ইব্রাহিম সহজ গোলের সুযোগ নষ্ট করলে শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে জামাল ভূঁইয়ার দল।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।