ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে মেয়েরা সংবাদ সম্মেলনে কথা বলছে অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা: ছবি-শোয়েব মিথুন

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের জন্যই লড়বে বাংলাদেশ নারী দল। ৯ অক্টোবর থেকে ভুটানে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট বাংলাদেশ দল এবার অনেকটাই নতুন দল নিয়ে মাঠে নামবে।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরের আসরে একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপা হারাতে হয় নারী দলকে।

রোববার (০৬ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটন তার লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, ‘২০১৮ সালে ভুটানে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতায় খেলতে গিয়ে রানার্সআপ হই। এরপরই বুঝতে পারি যে, এই খেলোয়াড়রা পরবর্তীতে থাকবে না। প্রস্তুতিটা তখন থেকেই নেওয়া শুরু করি। জেএফএ’র দু’টি টুর্নামেন্ট থেকে ফুটবলার বাছাই করি। তারা অনুশীলনের মধ্যেই ছিল। নতুন যারা আছে তারা অনেক দিন এক সঙ্গে অনুশীলন করেছে এবং কঠোর পরিশ্রম করেছে। এই দল নিয়ে আমি আশাবাদী। চ্যাম্পিয়ন হতে মাঠে নামব। ’

অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘এই টুর্নামেন্টে এর আগে আমরা দুইবার খেলেছি। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি। পরেরবার রানার্সআপ। সবাই দোয়া করবেন আমরা যেন ফাইনাল খেলতে পারি। আগেরবার ভালো করতে না পারলেও  এবারও চেষ্টা করব চ্যাম্পিয়ন হতে। ’

আগামী ১৫ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।