ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
ইন্টার মিলানকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস বদলি নেমে গোল করেছেন হিগুয়েন। ছবি: সংগৃহীত

ইতালিয়ান ফুটবল লিগের হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে জায়ান্ট জুভেন্টাস। দুই আর্জেন্টাইন পাউলো দিবালা ও গঞ্জালো হিগুয়েনের গোলে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

ইন্টারের মাঠে শুরুতেই লিড নেয় জুভেন্টাস। ম্যাচের চতুর্থ মিনিটে মিরালেম পিয়ানিচের দেওয়া থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে যান দিবালা।

জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সমতায় ফিরতে সময় নেয়নি স্বাগতিকরা। ১৮ মিনিটে আক্রমণ ভাগ থেকে বাড়িয়ে দেওয়া ক্রস পেনাল্টি বক্সের ভেতরে ডি লিটের হাতে লাগলে পেনাল্টি পায় ইন্টার মিলান। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।

৪২ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের দেখা পেলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

বিরতির পরে জুভেন্টাসের জয়সূচক গোলটি আসে ম্যাচের ৮০তম মিনিটে। রদ্রিগো বেন্তানকুরের পাস থেকে গোল করেন বদলি হিসেবে মাঠে নামা হিগুয়েন।

এই জয়ে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
আরএআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।