ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিক্ষোভের কারণে এল ক্লাসিকো সরাতে চাচ্ছে লা লিগা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
বিক্ষোভের কারণে এল ক্লাসিকো সরাতে চাচ্ছে লা লিগা ছবি:সংগৃহীত

অক্টোবরের ২৬ তারিখ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হওয়া কথা বার্সেলোনার হোমগ্রাউন্ড ক্যাম্প ন্যু’তে। তবে কাতালোনিয়ায় চলমান বিক্ষোভের জেরে উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে লা লিগা কতৃপক্ষ। স্পেনের শীর্ষ লিগ জানায়, রিয়াল মাদ্রিদের মাঠ স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে তারা ম্যাচটি আয়োজন করতে চায়।

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনকে কেন্দ্র করে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর জেরে সেখানে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৮ জন আহত হয়েছেন।

ফলে লা লিগা মনে করছে ক্যাম্প ন্যু’তে ম্যাচটি নিরাপদ নয়।

ম্যাচের একদিন আগে কাতালানে পৌঁছানোর কথা রিয়াল মাদ্রিদের। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ভাবা হচ্ছে বিক্ষোভকারীদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে লস ব্লাঙ্কোসদের ফুটবলাররা। এছাড়া আগামী শনিবার এইবারের বিপক্ষে খেলতে যাওয়ার জন্য বার্সাও ইতোমধ্যে বিকল্প পথ খুঁজে নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।