ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে মোহন বাগান কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
পরের দুই ম্যাচের দিকে তাকিয়ে মোহন বাগান কোচ ছবি: উজ্জ্বল ধর

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে হার দিয়ে অভিযান শুরু হলো কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহন বাগান অ্যাথলেটিক ক্লাবের।

রোববার (২০ অক্টোবর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের উত্তেজনায় ভরা ম্যাচে এগিয়ে থেকেও তারা ২-১ ব্যবধানে হেরেছে লাওসের ক্লাব ইয়ং এলিফেন্টস এফসি’র বিপক্ষে।

শুরুতে এমন ধাক্কা খাওয়ায় সেমিফাইনালে যাওয়াটাও চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে মোহন বাগানের।

তার মধ্যে এগিয়ে থেকেও হেরে যাওয়ায় খুশি নন কোচ হোসে আন্তনিও ভিকুনা। কেবল তাই নয় ৮৭ মিনিটে পেনাল্টি মিস করারও প্রতিদান দিতে হয়েছে তাদের। যার কারণে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ বিমর্ষই দেখালো মোহন বাগানের স্প্যানিশ কোচকে।  

তবে বাকি দুই ম্যাচে জয়ের জন্যই খেলে যাবেন জানালেন ভিকুনা, ‘আমি সন্তুষ্ট নই। আজ রাতে আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। তবে ফুটবল এমনই। গোল এবং গোলই করতে হবে আপনাকে জয় পেতে হলে। ’

আগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ‘এ’ গ্রুপের আরেক দল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে তারা উড়িযে দিয়েছে ৪-১ ব্যবধানে। সমান তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দুই শীর্ষ দল এখন চট্টগ্রাম আবাহনী ও ইয়ং এলিফেন্টস। শেষ যাওয়াটা নিশ্চিত করতে হলে পরের দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মোহন বাগানের।  

পরের দুই ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে কোচ কিবু ভিকুনা বলেন, ‘পরের দুই ম্যাচে আমরা জয়ের জন্যই মাঠে নামব। আশা করি, আমরা সফল হতে পারব। ’

ম্যাচের শুরুতে অবশ্য লাগাম ছিল মোহন বাগানের হাতে। প্রেসিং ফুটবল দিয়ে মুগ্ধ করে রেখেছিল তারা। কিন্তু এক গোলে এগিয়ে যাওয়ার পর এলিফেন্টসের প্রতি আক্রমণ সামাল দিতে কিছুটা বেগ পেতে হয় তাদের।  

ম্যাচের শেষদিকে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ভিকুনা জানান, ‘আমি তা মনে করি না। কখনো কখনো ম্যাচ খুব কঠিন হয়ে পড়ে। ’

এরপর তুড়ি বাজিয়ে বলেন, ‘জয়ের জন্য আপনাকে স্কোর, স্কোর করতে হবে। ’

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।