ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষ যে দলই হোক, জয় চাই জামাল ভূঁইয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
প্রতিপক্ষ যে দলই হোক, জয় চাই জামাল ভূঁইয়ার সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের অধিনায়ক জামাল ভূঁইয়া/ছবি: উজ্জ্বল ধর

‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। সোমবার (২৮ অক্টোবর) শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমিতে বন্দর নগরের দলটি মুখোমুখি হবে ভারতের গোকুলাম কেরালা এফসি’র বিপক্ষে। যারা ‘বি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে টিকেট কেটেছে শেষ চারের। তাই আগামীকালই টুর্নামেন্টের বড় পরীক্ষায় পড়তে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। অবশ্য তার জন্য নিজেদের বেশ ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন জানালেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক।

রোববার (২৭ অক্টোবর) অগ্নিপরীক্ষায় নামার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি হিসেবে বন্দর মাঠে অনুশীলন করে কোচ মারুফুল হকের দল। অনুশীলন শুরুর আগে প্রতিপক্ষের বিরুদ্ধে কোন কৌশল অবলম্বন করতে যাচ্ছেন চট্টগ্রাম আবাহনী তাই জানালেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আজকে আমরা ভিডিও অ্যানালাইসিস করেছি।

কোন পজিশনে ওরা (গোকুলাম কেরালা) ভালো খেলে এবং তাদের দূর্বলতা খুঁজে বের করেছি। আমরা প্রস্তুত সেমিফাইনালের জন্য। আজকে লাস্ট ফিনিশিং দেবো। ’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আরো বলেন, ‘ওদের বিদেশি কালেকশন অনেক ভালো। গ্রুপ পর্বে পাঁচ গোল দিয়েছে। মালেয়শিয়ান টিম অনেক ভালো। আমার আত্মবিশ্বাস আছে জয়ের ব্যাপারে। কারণ আমাদের টিমও ভালো। আমরা আট গোল করেছি গ্রুপ পর্বে। ওরা সবচেয়ে বেশী আক্রমণ করে মিডফিল্ডে। সেখানটায় আটকাতে হবে। ওরা হাই প্রেসিং ফুটবল খেলে। ওদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আজ নির্ধারণ করব। ’

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে হারলেও সেদিন স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে সমর্থন জানাতে এমএ আজিজ স্টেডিয়াম পূর্ণ হয়ে গিয়েছিল দর্শকে। গলা ফাটিয়েছে বাংলাদেশ ফুটবলের সেরা সেনসেশন জামাল ভূঁইয়ার নামে। এবার সেমিতেও দর্শকদের সমর্থন পাবেন বলে আশা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জামাল বলেন, ‘দর্শকরা আমাদের জন্য প্রাণ। ওরা আসলে টিমের দ্বাদশ প্লেয়ার। দ্বিতীয় ম্যাচে আমরা দুই গোল খেয়েছি ইয়ং এলিফ্যান্টের কাছে। তারপরও দর্শকরা আমাদের সাপোর্ট করেছে। এটা আমাদের অনুপ্রেরণা যোগায়। ’

চট্টগ্রাম আবাহনী এবার তাদের অভিযান শুরু করেছে শিরোপা পু্নরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম চ্যাম্পিয়ন তারা। ২০১৫ সালে শিরোপা উৎসব করেছিল বন্দর নগরের দলটি। এবারও ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল, ‘আমার বিশ্বাস আছে জয়ের ব্যাপারে। গোকুলাম কেরালা এখনো অপরাজিত। আশা করি জয় পাব। ওদের গার্সিয়া ও কিসেক্কা খুব ভালো খেলে। এই দুই ফুটবলারকে আলাদা মার্কিংয়ে রাখবো। তারা ভারত না মালেয়শিয়ান টিম, সেটা আমার কাছে মুখ্য নয়। ’ 

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।