ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরির তালিকায় বার্সার অর্ধেক খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইনজুরির তালিকায় বার্সার অর্ধেক খেলোয়াড় অনুশীলনে মেসি-সুয়ারেজরা

লা লিগার সবশেষ ম্যাচে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্তা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। আগামী ২৩ নভেম্বর লিগের ম্যাচে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বার্সা। লেগানেসের মাঠে খেলতে যাবে আরনেস্তো ভালভারদের শিষ্যরা।

লিগের টেবিলে এই মুহূর্তে শীর্ষে আছে বার্সা। লেগানেসের বিপক্ষে খেলতে নামার আগে ভালভারদের কপালেও আছে চিন্তার ভাঁজ।

শিষ্যদের একের পর এক ইনজুরি ভাবাচ্ছে বার্সা কোচকে।

বার্সা স্কোয়াডের প্রায় অর্ধেক খেলোয়াড়ই আছেন ইনজুরিতে, কেউ কেউ আছেন ইনজুরির ঝুঁকিতে। সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের ২০ মিনিটেই বদলি নামাতে হয়েছিল বার্সাকে। নেলসন সেমেদোর জায়গায় এসেছিলেন সার্জিও বুসকেটস। বার্সা খেলোয়াড়দের ইনজুরি তালিকায় নতুন করে যোগ হয়েছেন চোট পাওয়া সেমেদো। প্রায় ১ মাসের জন্য মাঠের বাইরে ছিঠকে গেছেন তিনি।

সেমেদোকে নিয়ে এই মৌসুমে বার্সার মোটামুটি প্রায় ১৩ খেলোয়াড় চোটে পড়েছেন। ভ্যালেন্সিয়া থেকে বার্সায় যোগ দেওয়া নেতো হাতের আঙ্গুল ভেঙে প্রাক-মৌসুমে খেলতে পারেননি। পরে লিগের চারটি ম্যাচে নামতে পারেননি। লিগের প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি তোদিবো। সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে আবারও চোটে পড়েছেন তিনি।

ফরাসি তারকা স্যামুয়েল উমতিতি হাঁটুর ইনজুরিতে সাতটি ম্যাচ মিস করেছিলেন। ইউরো বাছাইয়ে তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জাতীয় দলে জায়গা হয়নি উসমান দেম্বেলের। বার্সায় যোগ দেওয়ার পর থেকে প্রায়ই ইনজুরিতে মাঠের বাইরে কাটাতে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন এই তারকাকে। ইউরো বাছাইয়ে স্পেন জাতীয় দলে জায়গা পাননি বার্সায় খেলতে গিয়ে ইনজুরিতে পড়া জরদি আলবা।

এদিকে, আর্থার মেলো, সার্জি রবার্তো, জুনিয়র ফিরপোরা ইনজুরিতে পড়ে বার্সায় একাদশে নিয়মিত হতে পারছেন না। মৌসুমের শুরুতেই দলের সেরা তারকা মেসিকে ছাড়া খেলতে হয়েছে বার্সাকে। প্রথম পাঁচ ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। মেসির পাশে খেলা উরুগুয়ের তারকা লুইস সুয়ারেস ইনজুরিতে পড়েছেন। স্পেনের বিস্ময় বালক আনসু ফাতি ইনজুরিতে পড়ে লিগের ম্যাচে গেটাফের বিপক্ষে আর চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষে খেলতে পারেননি। কার্লেস পেরেজ বার্সা স্কোয়াডে ইনজুরির তালিকা লম্বা করেছেন।

এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে বার্সা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে এগিয়ে কাতালানরা। ১৩ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে বার্সা-রিয়ালের সঙ্গে লড়াই জমিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।