ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার ১০ সপ্তাহের জন্য ছিটকে গেলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এবার ১০ সপ্তাহের জন্য ছিটকে গেলেন দেম্বেলে চোট পাওয়ায় পরে মাঠে বসে পড়েন দেম্বেলে: ছবি-সংগৃহীত

চোট থেকে সেরে ওঠেছেন বেশিদিন হয়নি। এরই মধ্যে ফের চোটে পড়েছেন উসমানে দেম্বেলে। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে বরুশিয়া ডর্টমু্ন্ডের বিপক্ষে বিধ্বস্ত অবস্থায় মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ডকে। 

বার্সা জানিয়েছে, দেম্বেলের এবারের চোটটি বেশ মারাত্মক। যার ফলে ১০ সপ্তাহের জন্য মাঠে বাইরে থাকতে হতে পারে ২২ বছর বয়সী তারকাকে।

আগামী মধ্য ফেব্রুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না তিনি।  

দেম্বেলের চোটের ব্যাপারে কাতালান ক্লাবটি এক বিবৃতি বলে, ‘এক মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে দেম্বেলে ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পেয়েছেন। আনুমানিক ১০ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। ’ 

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।