ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘সবচেয়ে বড় রোল মডেল নেইমার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
‘সবচেয়ে বড় রোল মডেল নেইমার’ ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার শুধু নিজের জন্য খেলেন-কদিন আগে এমন বোমা ফাটান বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক তারকা ইমানুয়েল পেতিত। নেইমারের জাতীয় দল সতীর্থ এভারটন জানালেন, বিশ্বের সেরা খেলোয়াড় হতে যা যা করার দরকার নেইমার সেগুলোই করে।

১৯৯৮ সালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্স দলের মিডফিল্ডার পেতিত বলেন, ‘নেইমার শুধু নিজের জন্য খেলে, নিজের কথা চিন্তা করে। দলের প্রতি ওর কোনো আত্মনিবেদন নেই।

যখন জিদানদের সঙ্গে খেলেছি, তখন জানতাম তারা প্রত্যেকে একাই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারেন। সে কারণেই আমরা তাদের অনেক বিষয় মেনে নিয়েছি। কিন্তু নেইমারের ক্ষেত্রে সেই সূত্র মোটেই খাটে না। কারণ সে খেলে নিজের জন্য এবং একমাত্র নিজের জন্য। ’

পেতিত মনে করেন, নেইমারকে যেমন ভালো ফুটবলার হিসেবে দাম দেয়া হয় তিনি আসলে তেমনটি নন। কিন্তু এভারটন জানালেন, দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা নেইমারের আছে।

নেইমারের বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ আনা হলেও এভারটন সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ফিফা ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘নেইমার এমন এক ফুটবলার যে বিশ্বসেরা হতে যা করার দরকার সবই করে। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার মতো সবকিছুই আছে তার। যদিও এগুলো নেইমারের উপর নির্ভর করে। যোগ্যতা কিংবা দক্ষতার দিক দিয়ে সে কোনো আপোষ করে না। ’

এভারটন আরও যোগ করেন, ‘মাঠে নেইমারের মতো প্রতিভা খুব কম খেলোয়াড়ই দেখাতে পারে। সত্যিই অসামান্য, ব্রাজিলিয়ান ফুটবলে দক্ষতার দিক থেকে সবচেয়ে বড় রোল মডেল নেইমার। আমরা সবাই আশা করি সে শতভাগ সুস্থ হয়ে উঠবে। সে এমন এক খেলোয়াড় যে ব্রাজিল ফুটবলকে সব সময়ই সহায়তা করে। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।