ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহর মধ্যে মেসির ছায়া দেখেন ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সালাহর মধ্যে মেসির ছায়া দেখেন ওয়েঙ্গার মেসি ও সালাহ

গত দুই মৌসুম স্বপ্নের মতো কাটিয়েছিলেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের জার্সি গায়ে মিশরীয় ফরোয়ার্ড হয়ে ওঠেছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক। তখনই তাকে ‘নতুন মেসি’ হিসেবে ডাকতে শুরু করেছিল ভক্তরা। চলতি মৌসুমেও অ্যানফিল্ডে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। 

অল রেডদের চ্যাম্পিয়নস লিগ ক্ষুধা মেটানোর পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সালাহ। কাতারে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) সেমিফাইনালে মন্টেরিকে ২-১ ব্যবধানে হারানো ম্যাচে নাবি কেইটাকে দিয়ে করিয়েছেন দলের প্রথম গোলটি।  

চলতি মৌসুমে এখন পযর্ন্ত অল রেডদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ৭ গোল করিয়েছেন সালাহ। মিশরীয় কিংয়ের এমন অসামান্য পারফরম্যান্সে মুগ্ধ সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।  

কিংবদন্তি গানার কোচ এবার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন সালাহকে। বেইন স্পোর্টসকে ‘দ্য প্রফেসর’ বলেন, ‘আমি তার (সালাহ) বিবর্তন পছন্দ করি। কারণ মন্টেরির বিপক্ষে প্লে-মেকারের ভূমিকায় খেলেছে সে। বক্সের মধ্যে সে অনেক সুযোগ সৃষ্টি করেছে। আমি তেমন খেলোয়াড় পছন্দ করি, যে গোল করার পাশাপাশি গোলের সৃষ্টিও করে। ’ 

বার্সেলোনা ফরোয়ার্ড মেসির সঙ্গে তুলনা দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘সালাহ একজন পূর্ণাঙ্গ ফুটবলার। তার মধ্যে মেসির ছোঁয়া পাওয়া যায়। ’ 

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।