গত বছরের অক্টোবরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল কাতার। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে হারলেও মন জিতে নেওয়া পারফরম্যান্স উপহার দিয়েছিলেন জামাল ভূঁইয়ারা।
বুধবার (০১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘বাংলাদেশ-কাতার ম্যাচের শেষে গ্যালারি থেকে কিছু দর্শক মাঠে ঢোকার চেষ্টা করেছিল। সেই ছবি নিয়ে ফিফার কাছে রিপোর্ট করেন ওই ম্যাচের কমিশনার। এ জন্য আমাদের ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ’
বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা। এর আগে রাশিয়া ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে দর্শকদের উশৃঙ্খলতার কারণে বাফুফেকে ৭ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
আরএআর/এমএইচএম