সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করা হয়।
দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন।
বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।
রক্ষণভাগ: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া।
মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা।
আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি