ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কঠিন পরীক্ষার মুখে জেমি ডে’র শিষ্যরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
কঠিন পরীক্ষার মুখে জেমি ডে’র শিষ্যরা ছবি: শোয়েব মিথুন

বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসর মাঠে গড়াবে বুধবার (১৫ জানুযারি) থেকে। টুর্নামেন্টের জন্য অনেক আগে থেকেই বাংলোদেশ প্রস্তুতি শুরু করেছে। 

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে জামাল ভুঁইয়াদের।

কারণ র‌্যাংকিংয়ের বিচারে দুই দলের পার্থক্য আকাশ-পাতাল। ফিলিস্তিনের ৮২তম অবস্থানের বিপরীতে বাংলাদেশ আছে ১৮৭তম স্থানে।

কঠিন হলেও জয়ের আশা ছাড়ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এই ম্যাচ উপলক্ষে আগের দিন নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন জেমি ডে’র শিষ্যরা। তবে ফলাফল যাই হোক না কেন, দলকে সমর্থনের জন্য দর্শকদের প্রতি মাঠে আসার আহবান জানিয়েছেন অধিনায়ক।

বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আমি সমর্থন চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমি চাই মানুষ যেন স্টেডিয়ামে এসে খেলা দেখে। তারা যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দিতে মাঠে আসে, আমি অনেক খুশি হবো। আশা করি, আমরাও তাদের ভালো ফলাফল উপহার দিতে পারবো। ’

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায় ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।