চলতি মৌসুমে মোটেও স্বস্তিতে নেই মিলান। যার জন্য সান সিরোতে নিয়ে এসেছেন তাদের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে।
ম্যাচের শুরুতে অবশ্য গোল হজম করে বসেছিল মিলান। ষষ্ঠ মিনিটে উদিনেসকে এগিয়ে দেন জেন্স লারসেন। বিরতির পর ৪৮ মিনিটে সেই ব্যবধান গুছান রেবিচ। যা ছিল রোজোনেরিদের হয়ে তার প্রথম গোল। রেবিচের পর ৭১ মিনিটে ডিফেন্ডার থিও হার্নান্দেজের গোলে এগিয়ে যায় মিলান। তবে ৮৫ মিনিটে উদিনেসকে সমতায় ফেরান কেভিন লাসাগনা।
আরেকটি ম্যাচে যখন পয়েন্ট ভাগাভাগি হওয়ার পথে তখনেই মিলানকে আনন্দে ভাসান রেবিচ। ম্যাচের তখন যোগ করা তৃতীয় মিনিট চলছে। এর পরপরই বেজে ওঠে রেফারির শেষ বাঁশি।
এই জয়ে চলতি মৌসুমের সিরি’আ লিগে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে ওঠে এসেছে মিলান। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ইউবি