দুর্দান্ত জয়ের পর ম্যাচ শেষে শিষ্যদের প্রশাংসা করেন দলের প্রধান কোচ জেমি ডে। সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, এই জয়টা পুরো দলের কৃতিত্ব।
অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবার গোল পেয়েছেন মতিন মিয়া। তার জোড়া গোলেই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মতিন জানান, দেশের জন্য গোল করতে পেরে এবং জয়ে ভূমিকা রাখতে পারায় তার আত্মবিশ্বাস বেড়েছে।
মতিন মিয়া বলেন, ‘আজকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। আর প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুইটা গোল করেছি, এ জন্য ভালো লাগছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো দেশের জন্য কিছু করতে পেরেছি। আমাদের লক্ষ্যেই ছিলো যে, গোলের সুযোগ পেলে সেটা কাজে লাগাবো। যেটাতে আমরা সফল হয়েছি। ’
আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
আরএআর/ইউবি