ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোয়ারেন্টিন না মানায় বিপদে রিয়ালের জোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
কোয়ারেন্টিন না মানায় বিপদে রিয়ালের জোভিচ কোয়ারেন্টিন না মেনে সঙ্গিনীর জন্মদিন উদযাপন করতে বেলগ্রেডে গিয়েছিলেন জোভিচ/ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কোয়ারেন্টিনে আছেন রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়। কিন্তু নির্দেশ অমান্য করে অর্থাৎ কোয়ারেন্টিন ভেঙে পুলিশের নজরে এলেন রিয়ালেরই স্ট্রাইকার লুকা জোভিচ।

গত বৃহস্পতিবার রিয়ালের বাস্কেটবল দলের খেলোয়াড় ট্রে টমকিন্সের দেহে করোনার ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এর জেরে রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়।

সার্বিয়ান সংবাদমাধ্যম ব্লিচ'র রিপোর্ট অনুযায়ী, কোয়ারেন্টিন ভেঙে নিজের সঙ্গিনীর জন্মদিন উদযাপনের উদ্দেশে বেলগ্রেডে যান জোভিচ। কোয়ারেন্টিনের নিয়ম না মানায় এখন রিয়ালের কাছ থেকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

করোনা আতঙ্কে এরইমধ্যে বন্ধ রাখা হয়েছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ' ও লিগ ওয়ানের মতো শীর্ষ ঘরোয়া আসরগুলো। স্থগিত করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগও। শুধু তাই না, ইউরোপীয় ফুটবল তথা ইউরো-২০২০, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়াও স্থগিত রয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের খেলাও।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সারা বিশ্বে ৯ হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯৫২ জন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।