ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীনে করোনায় আক্রান্ত ম্যানইউর সাবেক তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
চীনে করোনায় আক্রান্ত ম্যানইউর সাবেক তারকা

করোনা ভাইরাসের কামড় থেমে নেই ক্রীড়া বিশ্বে। সর্বশেষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন মারুয়ানে ফেলাইনি। চীন থেকে শুরু হওয়া করোনা থেকে যদিও দেশটি প্রায় সেরে উঠেছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বেলজিয়ান এই মিডফিল্ডার সেই চীনেই এবার আক্রান্ত হলেন। তিনি বর্তমানে দেশটির জিনান প্রদেশে থাকেন। তার আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন ও ম্যানইউর হয়ে খেলা ফেলাইনি বর্তমানে চাইনিজ সুপার লিগ দল শ্যানডং লুনেং’র হয়ে মাঠ মাতাচ্ছেন। তবে গত ২০ মার্চ জিনানে ট্রেনে যাত্রা করার পর তার শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়।

কোভিড-১৯ চীন থেকে শুরু হলেও এতদিন এই দেশের কোনো ফুটবলারের আক্রান্ত হওয়ার খবর শোনা যায়নি। তবে ৩২ বছর বয়সী ফেলাইনি-ই দেশটিতে খেলা প্রথম ফুটবলার যিনি করোনায় পজিটিভ হয়েছেন।

ম্যানইউতে ৫ বছর খেলার পর শ্যানডং লুনেং-এ ২০১৯ সালে যোগ দেন ফেলাইনি। আর এখন পর্যন্ত ২২ ম্যাচে তিনি ৮টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।