ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জরিমানা দিয়ে জেলে যাওয়া থেকে বাঁচলেন দিয়েগো কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুন ৫, ২০২০
জরিমানা দিয়ে জেলে যাওয়া থেকে বাঁচলেন দিয়েগো কস্তা দিয়েগো কস্তা

৬ মাসের জন্য জেলে যাওয়া এড়ালেও কর প্রতারণার জন্য বড় অঙ্কের অর্থ জরিমানা দিতে হচ্ছে দিয়েগো কস্তাকে। অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডকে ৫ লাখ ৪৩ হাজার ২০৮ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে স্পেনের একটি আদালত। 

কস্তার বিপক্ষে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ৩১ বছর বয়সী তারকা তার দোষ স্বীকার করেছেন।

২০১৪ সালে অ্যাতলেটিকো থেকে চেলসিতে যোগ দেন স্প্যানিশ ফরোয়ার্ড। সে সময় ছবি সত্ত্বের ১.১ মিলিয়ন কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অবশ্য অভিযোগের পর গত বছর কর ফাঁকির সব অর্থ পরিশোধ করেছিলেন তিনি। তবে এখন তার সঙ্গে নতুন করে আরও ৫ লাখ ইউরো জরিমানা গুণতে হচ্ছে তাকে।  

স্পেনের আইন অনুযায়ী কর ফাঁকি দিলে বড় ধরনের শাস্তি পেতে হয়। তবে ২ বছরের নিচে জেল হলে অর্থ জরিমানা দিয়ে রেহায় পাওয়া যায়। কস্তাও হেঁটেছেন সেই পথে। বুধবার (০৩ মার্চ) রায় হয় তার। ৬ মাসের জন্য জেলে যাওয়ার পরিবর্তে অর্থ জরিমানা দিতে রাজি হন তিনি।  

৩ বছর স্টামফোর্ড ব্রিজে কাটিয়ে ২০১৭ সালে ফের তিনি ফিরে আসেন পুরনো ঠিকানা অ্যাতলেটিকোতে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুন ০৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।