গোলের শুরুটা ২০০৪ সালের ইউরোতে মাত্র ১৯ বছর বয়সে। বয়স এখন ৩৫ হলেও ঝাঁজ যেন আগের চেয়ে খানিকটা বেশি।
ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গোলের সেঞ্চুরি পূরণ করলেন রোনালদো। এদিন সুইডিশদের ২-০ গোলে হারানোর ম্যাচে রোনালদোই করেছেন জোড়া গোল, আর তাতে হলো ১০১ গোল। তার ওপরে এখন কেবলমাত্র ইরানের কিংবদন্তি ফরোয়ার্ড আলী দাই। ১০৯ গোল করে শীর্ষে রয়েছেন তিনি। তবে সিআর সেভেন যে খুব দ্রুতই সিংহাসনে বসবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
নিচে দেখে নেওয়া যাক কিভাবে ১০১টি গোল করেছিলেন রোনালদো:
ডান পায়ের গোল: ৫৪টি
বাঁ-পায়ের গোল: ২২টি
হেড থেকে গোল: ২৫টি
পজিশন গোল:
বক্সের ভেতর থেকে গোল: ৮০টি
বক্সের বাইর থেকে গোল: ২১টি
ফ্রি-কিক থেকে গোল: ১০টি
পেনাল্টি কিক থেকে গোল: ১১টি
সময়ের হিসেবে গোল:
০-১৫ মিনিটে গোল: ১০টি
১৬-৩০ মিনিটে গোল: ১৬টি
৩১-৪৫ মিনিটে গোল: ১৫টি
৪৬-৬০ মিনিটে গোল: ১০টি
৬১-৭৫ মিনিটে গোল: ২২টি
৭৬-৯০ মিনিটে গোল: ২৮টি
ভেন্যু:
ঘরের মাঠে গোল: ৪১টি
অ্যাওয়ে মাঠে গোল: ৩৫টি
নিরপেক্ষ মাঠে গোল: ২৫টি
বছরের হিসেবে গোল:
২০১৯ সালে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি আলো কেড়েছেন রোনালদো। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেই বছর সবচেয়ে বেশি ১৪টি গোল করেছেন।
২০১৬ সালে করেছেন ১৩টি
২০১৭ সালে করেছেন ১১টি
২০১৩ সালে করেছেন ১০টি
২০০৪ ও ২০১১ সালে করেছেন ৭টি করে
২০০৬ ও ২০১৮ সালে করেছেন ৬টি করে
২০০৭, ২০১২ ও ২০১৪ সালে করেছেন ৫টি করে
২০১০ ও ২০১৫ সালে করেছেন ৩টি করে
২০০৫ ও এখন পর্যন্ত ২০২০ সালে করেছেন ২টি করে
২০০৮ ও ২০০৯ সালে করেছেন ১টি করে
কোন প্রতিযোগিতায় কত গোল করেছেন:
প্রীত ম্যাচে করেছেন ১৭টি
বিশ্বকাপে করেছেন ৭টি
ইউরোতে করেছেন ৭টি
বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ৩০টি
ইউরো বাছাইপর্বে করেছেন ৩১টি
উয়েফা নেশনস লিগে করেছেন ৫টি
কনফেডারেশনস কাপে ২টি
কোন দেশের বিরুদ্ধে কতগুলো গোল:
# রোনালদো লিথুনিয়া ও সুইডেনের বিপক্ষে সবচেয়ে বেশি ৭টি করে গোল করেছেন
# অ্যানডোরা, আর্মেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে করেছেন ৫টি করে গোল
# এস্তোনিয়া, ফারো আইল্যান্ড, হাঙ্গেরি, লাক্সেমবার্গ ও নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ৪টি করে গোল
# ৩টি করে গোল করেছেন বেলজিয়া, ডেনমার্ক, নর্দান আয়ারল্যান্ড, রাশিয়া ও স্পেনের বিপক্ষে
# আজেরবাইজান, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, ক্যামেরুন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, কাজাখাস্তান, সৌদি আরবের বিপক্ষে ২টি করে গোল করেছেন।
# এছাড়া আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ইকুয়েডর, ফিনল্যান্ড, ঘানা, গ্রিস, আইসল্যান্ড, ইরান, মরক্কো, নিউজিল্যান্ড, উত্তর কোরিয়া, পানামা, পোল্যান্ড, সার্বিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন ও ওয়েলসের বিপক্ষে ১টি করে গোল করেন।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
এমএমএস