ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নের আলকান্তারাকে কিনলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
বায়ার্নের আলকান্তারাকে কিনলো লিভারপুল থিয়াগো আলকান্তারাকে কিনেছে লিভারপুল/ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারাকে কিনেছে লিভারপুল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এমনটাই জানিয়েছে ‘বিবিসি’।

চার বছরের চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডারকে কিনতে ‘অল রেডস’দের খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন পাউন্ড। তবে বোনাসসহ তা বেড়ে দাঁড়াতে পারে ২৫ মিলিয়ন পাউন্ডে। তবে চুক্তি অনুযায়ী, পুরো অর্থ কিস্তিতে পরিশোধ করবে লিভারপুল।

অ্যানফিল্ডে ৬ নম্বর জার্সি পরে খেলবেন আলকান্তারা। তার সাপ্তাহিক বেতন হবে ২ লাখ ২০ হাজার ইউরো, যা তাকে লিভারপুলের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়ে পরিণত করবে।

২০১৩ সালে বায়ার্নে পাড়ি জমানোর আগে বার্সেলোনার জার্সিতে ২টি লা লিগার শিরোপা জেতার স্বাদ পেয়েছেন আলকান্তারা। এরপর বাভারিয়ানদের জার্সিতে তিনি বুন্দেসলিগার ৭টি শিরোপা জিতেছেন। জার্মান জায়ান্টদের হয়ে ২৩৫ ম্যাচে ৩১ গোল ও ৩৭ অ্যাসিস্ট যোগ করেছেন নিজের নামের পাশে।

গত মৌসুমে বায়ার্নকে ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জেতানোর পথে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আলকান্তারা।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।