ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর দেশ থেকে ডিফেন্ডার কিনল ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
রোনালদোর দেশ থেকে ডিফেন্ডার কিনল ম্যানসিটি ম্যানচেস্টার সিটির জার্সিতে রুবেন দিয়াস/ছবি: সংগৃহীত

পর্তুগালের ক্লাব বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে রুবেন দায়াসকে কিনেছে ম্যানচেস্টার সিটি। পর্তুগিজ ডিফেন্ডারকে কিনতে ৬৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ইংলিশ জায়ান্টরা।

 

অন্যদিকে ১৩.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটিজেনদের ছেড়ে বেনফিকায় গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

চলতি গ্রীষ্মে সিটি বস পেপ গার্দওলার এটি তৃতীয় বড় সাইনিং। এর আগে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বোর্নমাউথ থেকে তরুণ ডিফেন্ডার নাথান অ্যাক-কে এবং ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভিড়িয়েছিল দলটি।

পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড় দিয়াস বেনফিকার অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। ক্লাবের সিনিয়র দলের হয়ে ১১৩ ম্যাচ খেলা দিয়াস ২০১৮-১৯ মৌসুমে পর্তুগিজ ঘরোয়া শীর্ষ লিগের শিরোপা জেতার স্বাদ পেয়েছেন।

পর্তুগালের জার্সিতে ১৯ ম্যাচ খেলা দিয়াস সিটিজেনদের ডিফেন্সের শক্তি বৃদ্ধি করবেন সন্দেহ নেই। লেস্টার সিটির কাছে ৫ গোল হজম করা দলটি এমনই একজন সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজছিল। তাকে ক্লাব লিজেন্ড ভিনসেন্ট কোম্পানির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।