ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডকে বিদায় করল বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
ইংল্যান্ডকে বিদায় করল বেলজিয়াম

ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগ থেকে বিদায় করে দিল বেলজিয়াম। দলের হয়ে একটি করে গোল করেন ইউরি টিলেমানস ও ড্রিস মের্টেন্স।

রোববার রাতে লুভেনের কিং পাওয়ার স্টেডিয়ামে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। এরিক ডায়ার নিজেদের সীমানায় বল হারালে সতীর্থের পা ঘুরে পেয়ে যান রোমেলু লুকাকু। ডান দিকে তিনি খুঁজে নেন টিলেমানসকে। লেস্টার সিটির এই মিডফিল্ডারের শট এক জনের পায়ে লেগে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল। গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি, বল পোস্টের ভেতরের কানা নিয়ে দূরের পোস্ট দিয়ে ভেতরে ঢোকে।

ম্যাচের ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মের্টেন্স। বাঁ দিক থেকে তার নেওয়া ফ্রি-কিক রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে সামান্য বাঁক খেয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

এদিকে দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালসে ওঠার লড়াইয়ে আছে ডেনমার্ক।

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম। পাঁচ রাউন্ড শেষে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ১০। তিন নম্বরের দল ইংল্যান্ডের পয়েন্ট ৭। আইসল্যান্ডের অর্জন শূন্য।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।