ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির সঙ্গে সুয়ারেসের এখন ফুটবল নিয়ে কথা হয় না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
মেসির সঙ্গে সুয়ারেসের এখন ফুটবল নিয়ে কথা হয় না মেসি ও সুয়ারেস

বার্সেলোনা এখন এক স্মৃতি ছাড়া আর কিছুই নয় লুইস সুয়ারেসের জন্য। তবে অ্যাতলেটিকো মাদ্রিদে নতুন জীবন উপভোগ করছেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

এর আগে নাম্বার নাইন’কে ক্যাম্প ন্যু ছাড়তে হয়েছিল গোলখরার অভিযোগ মাথায় নিয়ে। অথচ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ঠিকই নিজের জাদু দেখাচ্ছেন সুয়ারেস। কিন্তু ৩৩ বছর বয়সী তারকা মনে করছেন, বর্তমানে তার সাবেক ক্লাব বার্সার সতীর্থরা প্রতিপক্ষের গোলমুখে বেশ ধুঁকছে।

সুয়ারেসকে যেভাবে কাতালুনিয়া ছাড়তে হয়েছিল তা তার জন্য কষ্টদায়ক ছিল। তবে তা সত্ত্বেও পুরনো ক্লাবের প্রতি এখনও ভালবাসা অনুভব করেন তিনি। বার্সা ও তার প্রিয় বন্ধু লিওনেল মেসির গোলখরা এবং অ্যাতলেটিকোতে নিজের আনন্দ খুঁজে পাওয়া নিয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কার সঙ্গে কথা বলেছেন। পাঠকের উদ্দেশ্যে এই ছোট সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।

গোলের অভাবে বার্সেলোনায় আপনাকে প্রচুর কথা শুনতে হয়েছে। আপনি কি উপলব্ধি করেন, এসব কিছু আপনি মিস করেছেন?

সুয়ারেস: না, একটা কৌশলগত পরিকল্পনা ছিল, অথবা আপনি এটাকে যেকোনোকিছুই বলতে পারেন। আমাকে তা গ্রহণ করতে হবে, কারণ আমাকে তাদের আর প্রয়োজন নেই এবং সবাই তাদের নিজের উপসংহার টানতে চায়। আমি অ্যাতলেটিকোতে আমার জীবন কাটাতে চাই। কিন্তু আমার বন্ধুদের সমস্যার জন্য খারাপ লাগে। তবে এটা চলবে, দ্রুতই তারা গোল পাবে।

লিওনেল মেসি এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। তার কি সমস্যা হয়েছে?

সুয়ারেস: আমরা দুজনে অনেক কথা বলি। তবে সত্যি বলতে, আমরা আমাদের জীবন নিয়ে কথা বলি। সম্প্রতি আমরা আমদের সন্তানদের জন্মদিন পালন করেছি। আমরা জীবন নিয়ে কথা বলি। আমরা ভাইরাস এবং আরও অনেককিছু নিয়ে কথা বলি, তবে ফুটবল নিয়ে কথা হয় না বললেই চলে। ফুটবলে কী হচ্ছে তা নিয়ে আলোচনার চেয়ে আমরা বেশি আমাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন।

আপনি অ্যাতলেটিকোতে সুখি। তবে আপনি কি মনে করেন, যেভাবে বার্সা ছেড়েছেন তা আপনার জন্য অসম্মানজনক ছিল?

সুয়ারেস: না, যেভাবে আমি ক্লাব ছেড়েছি তাতে আমি বিমর্ষ ও ব্যথিত ছিলাম। যা আমি ইতোমধ্যে বলেছি। তবে আমি এখন গর্বিত। আমি আনন্দ খুঁজে পেয়েছি এবং এই অধ্যায়টা উপভোগ করছি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।