আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস চলে যাওয়ার পর তারই স্বদেশী আরেক স্ট্রাইকার রাউল বেসেরাকে দলে নেওয়ার ব্যাপারে গত অক্টোবরেই জানিয়েছিল বসুন্ধরা কিংস। এবার ৩৩ বছর বয়সী তারকার সঙ্গে অফিসিয়ালি চুক্তি করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
এ তথ্য বসুন্ধরা কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে।
এই দুই পক্ষের চুক্তি হয়েছে এক বছরের জন্য। বেসেরার আর্জেন্টিনায় জন্ম হলেও চিলির নাগরিকত্বও আছে। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনা ও চিলির বিভিন্ন স্তরের লিগে খেলেছেন বাসেরা, খেলেছেন ইকুয়েডরের সর্বোচ্চ স্তরের লিগেও। তবে জাতীয় দলের হয়ে কখনই খেলা হয়নি তার।
লাতিন আমেরিকায় নামকরা অনেক ক্লাবে খেলার পর সর্বশেষ কাতারি ক্লাব উম সালালের হয়ে মাঠে নেমেছিলেন রাউল।
বেসেরার মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনেই খেলেন। ডান পায়ের ফুটবলার হলেও দুই পায়েই সমান দক্ষ তিনি।
চলমান মৌসুমে বসুন্ধরার চতুর্থ বিদেশী ফুটবলার হিসেবে দলে যোগ দিলেন বাসেরা। এর আগে ব্রাজিলের রবিনহো ও জোনাথন ফার্নান্দেজ, ইরানের খালেদ শাফির সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমএমএস