ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা কোচ ক্লপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা কোচ ক্লপ বর্ষসেরা কোচ ক্লপ

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালেদোকে পেছনে ফেলে ২০২০ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছেন রবার্ট লেভান্ডভস্কি।

আর বর্ষসেরা কোচ হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।

৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে এই জার্মান কোচের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতে অলরেডরা। লিভারপুলের হয়ে এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন তিনি।  

লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ২০১৯ সালে বর্ষসেরা কোচ হন ক্লপ। এবার তিনি এই পুরস্কার জয়ের দৌড়ে পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের কোচ হ্যান্সি ফ্লিক এবং লিডস ইউনাইটেডের কোচ মার্সেলো বিয়েলসাকে।  

পুরস্কার জয়ের পর ক্লপ বলেন, ‘আমি স্তব্ধ। অনেক লোককে আমার ধন্যবাদ দেওয়ার আছে এবং সবচেয়ে বেশি আমার সকল কোচদের। ’  

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।