ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘অসুখী’ সালাহকে বিক্রির চিন্তা করছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
‘অসুখী’ সালাহকে বিক্রির চিন্তা করছে লিভারপুল মোহামেদ সালাহ

‘অসুখি’ মোহামেদ সালাহকে বিক্রির বিবেচনা করছে লিভারপুল। এমনটাই জানিয়েছেন মিশরীয় ফরোয়ার্ডের স্বদেশি সতীর্থ মোহামেদ অ্যাবাউত্রিকা।

 

অ্যাবাউত্রিকা জানান, ২৮ বছর বয়সী তারকা বিশেষভাবে হতাশ সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে মিডজিল্যান্ডর বিপক্ষে অধিনায়কত্ব না পাওয়ায়। যদিও সালাহর অ্যানফিল্ডে সেটেল না হওয়ারও অন্যান্য কারণ আছে বলে মনে করেন তিনি।

বেইন স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি সালাহকে কল করেছিলাম লিভারপুলে তার অবস্থান জানার জন্য এবং সে হতাশ। তবে তার প্রভাব মাঠে তার পারফর্ম্যান্সে পড়বে না। ’ 

অ্যাবাউত্রিকা বলেন, ‘আমি জানি সালাহ লিভারপুলে অসুখি। সে কেন অসুখি তার কারণ সে আমাকে বলেছে। তবে তা গোপন এবং আমি লোকজনকে তা বলতে পারব না। সালাহ রাগান্বিত হওয়ার এক কারণ হচ্ছে, মিডজিল্যান্ডের বিপক্ষে সে অধিনায়ক ছিল না। ’ 

এএস’কে তিনি আরও জানান, দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় হয়েও মিডজিল্যান্ডের বিপক্ষে আর্মব্যান্ড না পাওয়ায় সবার সামনে হতাশা প্রকাশ করেছিলেন রোমা ও চেলসির সাবেক ফরোয়ার্ড। তবে সালাহর পরিবর্তে সেই ম্যাচে মাঠে অলরেডদের নেতৃত্ব দেন ২২ বছর বয়সী ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড।

এমনকি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচেও প্রথমার্ধ পর্যন্ত বেঞ্চে বসে থাকতে দেখা যায় মিশরীয় তারকাকে। তবে অ্যানফিল্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ তাকে বিশ্রাম দিয়েছেন বলে জানান। ৭-০ ব্যবধানে জয় পাওয়া সেই ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জোড়া গোল করেন সালাহ।  

এক সাক্ষাৎকারে সালাহকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বেশ প্রশংসা করতে দেখা যায়। সাবেক বাসেল তারকাকে পাওয়ার জন্য নিয়মিত যোগাযোগও রাখছে এই দুই লা লিগা জায়ান্ট।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।