করোনা বিরতির পর ফুটবল মাঠে গড়ালেও ছোটদের বড় টুর্নামেন্ট আয়োজনে ঝুঁকি নিতে চায় না ফিফা। কারণ বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।
ছেলেদের অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ বাতিল ঘোষণা করেছে ফিফা। ২০২১-এর পরিবর্তে ২০২৩ সালে হবে এই দু’টি বিশ্বকাপ। ফিফা কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। একই সঙ্গে দু’টি বিশ্বকাপের আয়োজক দেশের নামও ঘোষণা করেছে ফিফা।
আগামী বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। আর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজক দেশ ছিল পেরু। দু’বছর পিছিয়ে গেলেও আয়োজক দেশ অপরিবর্তিত রাখা হয়েছে। ২০২৩ সালে এই দু’টি দেশেই হবে বিশ্বকাপ।
ছোটদের দু’টি বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি মহিলাদের বিশ্বকাপের জন্য স্লট রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২০১৯-এ বিস্ময়কর সাফল্যের পর গত বছর ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের করার সিদ্ধান্ত নিয়েছিল।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এমএইচএম