ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চেলসিকে উড়িয়ে ম্যানসিটির বছর শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
চেলসিকে উড়িয়ে ম্যানসিটির বছর শুরু চেলসিকে উড়িয়ে ম্যানসিটির বছর শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে দারুণ এ জয়টি তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন ইলকায় গুনদোগান, ফিল ফোডেন ও কেভিন ডি ব্রুইনা।

রোববার ঘরের মাঠ স্টাফফোর্ড ব্রিজে চেলসির এই করুণ দশা হয়। যেখানে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটিজেনরা।

এদিন ম্যাচের ১৮ মিনিটে লিড নেয় সফরকারীরা। ওলেকসান্দ্রার জিনচেঙ্কোর ক্রস থেকে বল পান ফোডেন। পরে ইংলিশ এই মিডফিল্ডার জার্মান তারকার দিকে বল ঠেলে দিলে গুনদোগান গোল করতে কোনও ভুল করেননি।

তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবার ডি ব্রুইনার পাস থেকে গোল করেন প্রথম গোলের যোগানদাতা ফোডেন। আর বিরতির অনেক আগেই স্কোর ৩-০ করে জায়ান্ট দলটি। ৩৪তম মিনিটে চেলসি ফ্রি-কিক পায়। তবে, হাকিম জিয়াসের সেটপিস থেকে রাহিম স্টার্লিং বল পেয়ে শট করেন। বল পোস্টে বাধা পেয়ে প্রতিহত হয়। কিন্তু ফিরতি শটে গোল করে বসেন বেলজিয়াম তারকা ডি ব্রুইনা।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেন চেলসি। তবে সিটির জমাট রক্ষণের কারণে পেরে উঠছিল না। অবশেষে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত দ্বিতীয় মিনিটে একটি গোল শোধ দেয় ব্লুজরা। কাই হাভার্টজের ক্রস থেকে কালাম হাডসন-ওডোই গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের।

লিগে ১৫ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে সিটি। ১৬ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার চারে ও এভারটন ছয়ে আছে। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে চেলসি।

লেস্টার সিটি ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও শিরোপাধারী লিভারপুল আছে শীর্ষে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।