ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনার সম্পত্তির মধ্যে যোগ হচ্ছে কাস্ত্রোর দেওয়া বাড়িও

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
ম্যারাডোনার সম্পত্তির মধ্যে যোগ হচ্ছে কাস্ত্রোর দেওয়া বাড়িও ম্যারাডোনা ও কাস্ত্রো

আর্জেন্টাইন আইনজীবি মাউরিসিও ডি’আলেসান্দ্রো জানিয়েছেন, প্রয়াত দিয়েগো ম্যারাডোনার সম্পত্তির মধ্যে হাভানার একটি বাড়িও অন্তর্ভূক্ত হচ্ছে।  

ডি’আলেসান্দ্রো জানান, ফিদেল কাস্ত্রোর এক পুত্র ফোন করে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তার বাবা ম্যারাডোনাকে একটি বাড়ি উপহার দিয়েছিলেন।

 

কাস্ত্রো পুত্র এই আইনজীবিকে আরও মনে করিয়ে দেন যে, ঐ বাড়ির মধ্যে ম্যারাডোনা অনেক জিনিসপত্র রেখে এসেছিলেন।  

ডি’আলেসান্দ্রো বলেন, ‘ফিদেলের পুত্র জানিয়েছেন, ঐ বাড়ির চিলেকোঠায় ম্যারাডোনার ডজনখানেক জিনিসপত্র রয়েছে। ’ 

এই আর্জেন্টাইন আইনজীবি ভিন্ন এক বিবৃতিতে জানান, তিনি (কাস্ত্রো পুত্র) চান হাভানার ঐ বাড়ির জিনিসপত্র সংরক্ষণ করা হোক। যাতে ম্যারাডোনার স্মরণে একটি জাদুঘর তৈরি করা যায়। ’ 

তিনি আরও উল্লেখ করেন, ‘বাড়িটিতে ম্যারাডোনার ছবি, চিঠি এবং চিত্রকর্ম রয়েছে। যা দিয়েগো ম্যারাডোনার আঁকা হতে পারে। ’ 

ডি’আলেসান্দ্রো জানান, ম্যারাডোনা প্রায় সকালে ঘুম থেকে ওঠে দেয়ালে স্প্রে করে লিখতেন ‘ফিদেল, আমি তোমাকে ভালোবাসি’।  

কিউবার সাবেক রাষ্ট্রপতি ও কিংবদন্তি বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল ম্যারাডোনার। ছিয়াশির মহানায়ক তার ড্রাগের অভ্যাস ছাড়ার জন্য চার বছর কিউবায় ছিলেন।  

ম্যারাডোনার রেখে যাওয়া সম্পত্তির হিসাব করা কঠিন। তবে তা নিঃসন্দেহে ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। কিন্তু তার সম্পত্তি বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। আর তিনি জীবদ্দশায় কাউকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেও যাননি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।