১৫তম বারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো এবং ১২তম বারের মতো লিওনেল মেসি সমর্থকদের ভোটে বছরের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। গত বছরের সেরা একাদশ কেমন হতে পারে তা নিয়ে দর্শকদের কাছ থেকে ভোট আহ্বান করে উয়েফা।
রোনালদো-মেসি ছাড়াও জায়গা করে নিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও উয়েফা বর্ষসেরা পুরস্কারজয়ী বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। এছাড়া আছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস ও বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর লিভারপুলে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা।
২০০৭ থেকে সমর্থকদের নির্বাচিত এই একাদশে টানা নির্বাচিত হয়ে আসছেন রোনালদো। এবারের এই একাদশে অভিষেক হয়েছে তিন জনের। তিনজনই বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ী তারকা জশুয়া কিমিচ, আলকান্তারা এবং আলফনসো ডেভিস।
সমর্থকরা এই স্বপ্নের একাদশ সাজিয়েছেন সাতটি ক্লাবের নয়টি দেশের ফুটবলারদের নিয়ে। তার মধ্যে সর্বোচ্চ ২জন করে আছেন স্পেন ও জার্মানির। ক্লাবের মধ্যে সর্বোচ্চ ৫জন বায়ার্নের।
আন্তর্জাতিক ও ক্লাব পারফর্ম্যান্সের ভিত্তিতে উয়েফা এই তালিকার জন্য নির্বাচন করে ৫০জন খেলোয়াড়। সেরা একাদশ বেছে নিতে ভোট দিয়েছে প্রায় ৬ মিলিয়ন দর্শক।
সমর্থকদের ভোটে বর্ষসেরা একাদশ: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিচ, সার্জিও রামোস, ভার্জিল ফন ডাইক, আলফনসো ডেভিস, থিয়াগো আলকান্তারা, কেভিন ডি ব্রুইন, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার ও রবার্ট লেভানডভস্কি।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ইউবি