লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের দুই মহাতারকা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর দশক সেরা বিশ্ব একাদশে নাম উঠেছে মেসি ও রোনালদোর। একাদশে রিয়াল মাদ্রিদের সাবেক-বর্তমান মিলে জায়গা পেয়েছেন মোট পাঁচ জন। দলে বার্সেলোনা থেকে আছেন দুইজন।
আইএফএফএইচএস'র একাদশে রিয়াল মাদ্রিদের বর্তমান খেলোয়াড়দের মধ্যে আছেন সার্জিও রামোস, মার্সেলো, লুকা মদ্রিচ এবং টনি ক্রুস। সঙ্গে আছেন তাদের সাবেক ক্লাব সতীর্থ রোনালদো। বার্সা থেকে আছে মেসি ও সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার নাম।
একাদশের বাকি খেলোয়াড়রা হলেন- ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখের গোলরক্ষক), ফিলিপ লাম (বায়ার্নের সাবেক ডিফেন্ডার), ভার্জিল ফন ডাইক (লিভারপুলের ডাচ ডিফেন্ডার) এবং রবার্ট লেভানদোভস্কি (বায়ার্নের স্ট্রাইকার)।
একাদশে রিয়ালের আধিপত্যের কারণ গত এক দশকে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় তাদের সাম্প্রতিক সাফল্য। দলটি ২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে।
অন্যদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দশক সেরা একাদশে নাম এসেছে রিয়াল ও বার্সার ৭ জন সাবেক এবং বর্তমান খেলোয়াড়ের: হুলিও সিজার, দানি আলভেস, থিয়াগো সিলভা, হাভিয়ের মাচেরানো, মার্সেলো, কাসেমিরো, আনহেল দি মারিয়া, পাউলো গুয়েরেরো, মেসি, নেইমার এবং সার্জিও আগুয়েরো।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
এমএইচএম