ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ক্লাব বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লো বায়ার্ন ফিফা ক্লাব বিশ্বকাপ হাতে বায়ার্ন খেলোয়াড়দের উল্লাস

বেঞ্জামিন পাভারের একমাত্র গোলে টাইগ্রেসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ৯ মাসে বাভারিয়ানদের এটি ষষ্ঠ শিরোপা।

 

গত মৌসুমে ট্রেবল জয়ের পর উয়েফা সুপার কাপ, জার্মান সুপার কাপ এবং এখন ক্লাব বিশ্বকাপের মুকুটও মাথায় পরলো বায়ার্ন। এই জয়ে ইতিহাস গড়েছে জার্মান জায়ান্টরা । বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ছয় শিরোপার সব ঘরে তুলল বায়ার্ন। এর আগে ২০০৯ সালে কোচ পেপ গার্দিওলার অধীনে এই কীর্তি গড়েছিল বার্সা।  

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জিততে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে বায়ার্নকে। গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৫৯তম মিনিটে বাভারিয়ানদের এগিয়ে দেন পাভার। শুরুতে রবার্ট লেভানডভস্কি অফসাইডে থাকা মনে হয় গোলটি বাতিল করা হয়। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য দেখে গোলের বাঁশি বাজান রেফারি। এর আগে ভিএআর দেখে জশুয়া কিমিচের একটি গোলও বাতিল করা হয়।

উত্তর বা মধ্য আমেরিকার প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের ফাইনাল খেললো মেক্সিকোর টাইগ্রেস। তবে এবারও অটুট থাকলো ইউরোপিয়ানদের আধিপত্য। এই নিয়ে টানা ৮ বছর এই শিরোপা গেছে ইউরোপিয়ান ক্লাবে। গত মৌসুমে ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল।  

কাতারে গোল করতে ব্যর্থ হলেও ৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন টাইগ্রেসের সাবেক ফরাসি স্ট্রাইকার আন্দ্রে-পিয়েরে গিগনাক।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।