ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডকে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২১
শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডকে হারালো ম্যানসিটি

ম্যাচের অধিকাংশ সময় এগিয়ে থেকেও জয় হাতছাড়া হতে বসেছিল ম্যানচেস্টার সিটির। তবে শেষ দিকে ফিল ফোডেনের গোল দৃশ্যপট পাল্টে দিল।

জিতে গেল সিটিজেনরা। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে রইলো পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মার্কো রয়েস। এরপর শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করেন ফোডেন।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১৯তম মিনিটে গোলের উদ্দেশে নিজেদের প্রথম শটেই সাফল্য পায় ম্যানসিটি। মাঝমাঠে ডর্টমুন্ডের ডিফেন্ডার এমেরি কানের ভুলে বল পেয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে ডি ব্রুইনে বল নিয়ে এগিয়ে ডি-বক্সের ভেতর বাঁ দিকে থাকা ফোডেনের দিকে বাড়ান। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে কাট ব্যাক করেন রিয়াদ মাহারেজ। কাছ থেকে ডান পায়ের শটে বাকি কাজ সারেন ডি ব্রুইনে।

৩০তম মিনিটে ডি-বক্সে কানের চ্যালেঞ্জে রদ্রি পড়ে গেলে স্বাগতিকদের পেনাল্টি দেন রেফারি। তবে ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত। এর  কিছুক্ষণ পর ডি-বক্সের বাইরে বল ক্লিয়ার করতে বেশ খানিকটা সময় নেন এদেরসন। ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জালে পাঠান বেলিংহাম। তবে ডর্টমুন্ডের মিডফিল্ডার প্রতিপক্ষ গোলরক্ষকের পায়ে আঘাত করায় ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। যদিও রিপ্লেতে দেখা যায়, আগে বল স্পর্শ করেছিলেন তিনি।

 ৮৪তম মিনিটে সমতায় ফেরে ডর্টমুন্ড। হারলান্ডের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে এদেরসনকে পরাস্ত করেন রয়েস। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে হৃদয় ভাঙে সফরকারীদের। ডি ব্রুইনের দারুণ ক্রস ডি-বক্সে ইলকাই গুন্দোয়ান নিয়ন্ত্রণে নিয়ে ফোডেনকে পাস দেন। সহজেই বাকি কাজ সারেন ইংলিশ মিডফিল্ডার। জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্বাগতিকরা।  

আগামী ১৫ এপ্রিল ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।