ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সেলোনা বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
বার্সেলোনা বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব

করোনা ভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও।

তবে মহামারির কারণে নানা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

৪ হাজার ৭৬০ মিলিয়ন ডলার নিয়ে ফোবর্সের তালিকায় শীর্ষে অবস্থান করছে স্প্যানিশ ক্লাবটি। ৪ হাজার ৭৫০ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

এর পরেই রয়েছে বায়ার্ন মিউনিখ (৪ হাজার ২১৫ মিলিয়ন ডলার), ম্যানচেস্টার ইউনাইটেড (৪ হাজার ২০০ মিলিয়ন ডলার) ও লিভারপুল (৪ হাজার ১০০ মিলিয়ন ডলার)।

ফোর্বসের এই তালিকায় প্রথমবারের মতো সেরা দশে স্থান করে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গেল ১৩ বছরে ক্লাবটির মূল্য বেড়েছে ১২৯ শতাংশ। ২০০৮ সালে পিএসজি’র মূল্য ছিল ১.৪ বিলিয়ন ডলার। ২০২১ সালে সেটা বেড়ে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।